মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
Led03জেলাজুড়েসোনারগাঁ

সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম পারভেজ হোসেন (২৮)। এঘটনায় উভয় পক্ষের অনন্ত ১০ জন আহতে হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার পশ্চিম কান্দারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পশ্চিম কান্দারগাঁও এলাকার মোতালেব মিয়া ও জসিমের লোকজন বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ১১ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারভেজ হোসেনকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, দুই পক্ষের সংঘর্ষে পারভেজ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

RSS
Follow by Email