বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led03সোনারগাঁ

সোনারগাঁয় চুন কারখানায় অভিযান, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের একটি চুন তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় অবৈধ সংযোগ নেওয়ায় গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) সোনারগাঁয়ের নোয়াইল এলাকায় এই চুন তৈরীর কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করে সোনারগা থানার পরিদর্শক (ওদন্ত) রাশেদুল হাসান খান বলেন, অবৈধ গ্যাস সংযোগ নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেঘনা ঘাট অঞ্চলের তিতাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা গিয়ে অভৈধ সংযোগ পেয়েছি এবং সেই লাইন বিচ্ছিন্ন করেছি।

RSS
Follow by Email