বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
সোনারগাঁ

সোনারগাঁয়ে ৭৫ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সোনারগাঁ থানার আষাঢ়িয়ায় ওই যুবককে আটক করা হয়।

আটক যুবকের নাম মো. সামাদ (২৬)। সে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার মো. মুজাফফর মিয়ার ছেলে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর‘র উপপরিদর্শক ইকবাল মাহমুদ দীপু লাইভ নারায়ণগঞ্জকে জানান, সোনারগাঁয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় আষাঢ়িয়ার চর দাওয়াত হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে স্বাধীন সার্ভিস নামের যাত্রীবাহী বাস থেকে সামাদকে আটক করা হয়। তার কাছ থেকে ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে সোনারগাঁ থানায় মামলা করা হয়েছে।

RSS
Follow by Email