বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
সোনারগাঁ

সোনারগাঁয়ে ৭২ বোতল ফেন্সিডিলসহ নারী আটক

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে মোছা. তাছলিমা (৩৬) নামের এক নারীকে ৭২ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। আটক মোছা. তাছলিমা কুমিল্লা জেলার কোতোয়ালি থানার বজনখোলার তোফাজ্জল মিয়ার স্ত্রী।

শনিবার (৩০ নভেম্বর) বেলা ১২ টার দিকে জেলার সোনারগাঁ থানার কাঁচপুর ১নং ফুট ওভার ব্রীজের নীচে মা-বাবা ভাঙ্গারীর দোকান এর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক এমএ বারী লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানায় আটক নারীর বিরুদ্ধে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।

RSS
Follow by Email