সোনারগাঁয়ে ৫৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ ডিসেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁও থানার অফিসার ইনচটার্জ (ওসি) এমএ বারী। এর আগে শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলেন, লক্ষ্মীপুর জেলার চরমোসন গ্রামের সফিক আলমের ছেলে সাদ্দাম হোসেন (৩০)।
পুলিশ জানায়, তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে ৫৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়েছে। এ সময় গাঁজা বহনকারী একটি পিকআপ (ঢাকা মেট্রো ঠ-১১-৮৫০১) জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।