রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led03সোনারগাঁ

সোনারগাঁয়ে ৪০ হাজার টাকার ইয়াবাসহ আটক ১

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ১৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১ টায় উপজেলার বনিনাথপুর সাকিন এলাকায় এক অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁয় থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী।

আটককৃত হলেন, সোনারগায়ের দৈলেরবাগ এলাকার মৃত বরকত আলীর ছেলে মোতালেব (৫২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বনিনাথপুর সাকিন এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়। ইয়াবা ক্রয়-বিক্রয় করার সময় মোতালেব নামের একজনকে আটক করা হয়। এ অভিযানে মোট ১৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৪০ হাজার ৮০০ টাকা। আকটকৃতের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন।

RSS
Follow by Email