রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led05সোনারগাঁ

সোনারগাঁয়ে ৩য় দিনের অভিযান, ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

লাইভ নারায়ণগঞ্জ: ৩য় দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযানে সোনারগাঁয়ের মেঘনা নদীতে ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত ৮০ হাজার মিটার কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ মাছগুলো স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়।

অভিযানে বৈদ্যাবাজার নৌ পুলিশ ফাঁড়র সদস্যরা ও উপজেলা মৎস অফিসের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এ সময় মৎস কর্মকতা মাহমুদা আক্তার গণমাধ্যমকে জানায়, প্রতিদিন আমাদের এ অভিযান চলবে। আজ সোনারগায়ের নুনেরটেক, আনন্দবাজার, বারদী ও রঘুনাথচর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

RSS
Follow by Email