সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led03সোনারগাঁ

সোনারগাঁয়ে ২৫ কেজি গাঁজাসহ আটক ৩, পিকআপ জব্দ

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়। সোমবার (২৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ বারী। এর আগে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা চেক পোষ্ট এলাকায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জের শ্রীনগর থানার মোহাম্মদ জহির মোল্লার ছেলে মোঃ সজিব (৩২), ঢাকার দক্ষিন গেন্ডারিয়া এলাকার মোঃ আলীর ছেলে মোঃ আরমান (২৮) ও মোঃ আকাশ (২৪)।

পুলিশ জানায়, চেকপোষ্টে অভিযান পরিচালনা করে ২৫ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি পিকআপ ও জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email