মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
Led02সোনারগাঁ

সোনারগাঁয়ে ২৩ হাজার পিস ইয়াবা সহ আটক ২

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি পিকআপ ট্রাকসহ ২ যুবককে আটক করা হয়। শুক্রবার (১ নভেম্বর) সকালে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা চেকপোস্ট এলাকায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গাজীপুরের গাছা থানার মোল্লা মার্কেট এলাকার মরহুম আনসার মন্ডলের ছেলে মো: জাহিদুল ইসলাম (৩৮), কক্সবাজারের মহেশখালী থানার ছোট মহেশখালী এলাকার মো: মনজুর আলমের ছেলে জিসান (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি ফোর্স মহাসড়কের চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। এ অভিযানে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ি সাথে থাকা পিকআপের ব্যাকডালা থেকে ২৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা পেশাদার মাদককারবারি, দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে এনে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে থাকে। তাদেরকে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email