শনিবার, আগস্ট ২, ২০২৫
রাজনীতি

সোনারগাঁয়ে হাতপাখার প্রার্থী ফারুক মুন্সিকে সংবর্ধনা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকে সোনারগাঁও ইসলামী আন্দোলনের সেক্রেটারি ও জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফারুক আহমদ মুন্সিকে মনোনয়ণ দেওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল ৪টায় সোনারগাঁও ইসলামী যুব আন্দোলনের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ফারুক আহমদ মুন্সি বলেন, দল ও তৃণমূল কর্মীদের ভালোবাসায় আমি অভিভূত। ইসলামী আন্দোলনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নের জন্য আমি জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করি। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ হাতপাখা প্রতীককে বিজয়ের প্রতীক বানিয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাবো। আমার প্রার্থিতা ব্যক্তিগত উচ্চাভিলাষ নয়, বরং এটি একটি আমানত। জনগণের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান অঙ্গীকার।

এসময় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের থানা সভাপতি মুহা. মনির হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম মাহমুদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম, সহ-সভাপতি মুহা. মামুন রানা এবং যুব আন্দোলনের থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

RSS
Follow by Email