বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led03সোনারগাঁ

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক শিশু নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার উদ্ধবগঞ্জ সেতুতে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, দাওয়াত খেয়ে বুধবার সন্ধ্যার দিকে উদ্ধবগঞ্জ-বৈদ্যেরবাজার সড়কের উদ্ধবগঞ্জ সেতুর উপর দিয়ে আসার সময় ওভারটেক করতে গিয়ে একটি অটোরিকশার সাথে ধাক্কা লেগে দুই ছেলে সহ চালক হারুনুর রশিদ ছিটকে পড়ে। ঘটনাস্থলে লোকজন এসে তাদের উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জিসানের মৃত্যু হয়। এদিকে মটরসাইকেল চালক হারুনুর রশিদ ও তার ছোট ছেলে তানজিলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।

তবে, এবিষয়ে হাইওয়ে পুলিশ অবগত নয় বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল হক।

RSS
Follow by Email