শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led04জেলাজুড়েসোনারগাঁ

সোনারগাঁয়ে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ

লাইভ নারায়াণগঞ্জ: সোনারগাঁ পৌর এলাকার ভট্টপুর ১৫ বছর বয়সী নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ভূক্তভোগী ওই ছাত্রীর দাদা আমির হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগে পার্শ্ববর্তী বাড়ির ফুল চাঁন মিয়াকে (৬০) আসামী করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সোনারগাঁ পৌর এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে চলতি মাসে ৭ তারিখে পার্শ্ববর্তী ফুল চাঁন মিয়া বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক র্ধষণ করে। পরবর্তীতে আরো দু-দফায় ধর্ষণ করা হয়। গত সোমবার বিকেলে পুনরায় ওই ছাত্রীকে কু প্রস্তাব দিলে এক পর্যায়ে ওই ছাত্রী আত্মহত্যার হুমকি দেয়। পরে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি বলার পর এলাকায় জানাজানি হলে ফুল চাঁন বাড়ি থেকে পালিয়ে যায়।

সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার ও উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার লাইভ নারায়াণগঞ্জকে জানান, ধর্ষণের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

RSS
Follow by Email