বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led04সোনারগাঁ

সোনারগাঁয়ে সেনা-পুলিশের অভিযান, ছাত্রলীগ কর্মী আটক

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিল্লাল হোসেন সাগর নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী। এর আগের দিন রাতে সোনারগাঁ বড় মজলিস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ছাত্রলীগ কর্মী বিল্লাল হোসেন সাগর হলেন একই এলাকার বাহাউদ্দিনের ছেলে।

ওসি আব্দুল বারী বলেন, যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। তিনি ছাত্রলীগের কর্মী বলে জানতে পেরেছি। তার নামে আগেও ডাকাতির ও হত্যা মামলা আছে।

RSS
Follow by Email