সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
Led04সোনারগাঁ

সোনারগাঁয়ে সাড়ে ৩শ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে সাড়ে ৩৫০ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ বারী। এর আগে সোমবার উপজেলা মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং থানার চড়ানল এলাকার মোঃ আলমগীর হোসেনের ছেলে আসামী ১. মোঃ নাজমুল (২৪) ও একই জেলা ও থানা ধারেশ্বর এলাকার মৃত বাকীর হোসেনের ছেলে মোঃ স্বজল (২২)।

পুলিশ জানায়, আষাড়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোলপ্লাজার সন্দেহ ভাজন বিভিন্ন গাড়ী তল্লাশী চলছিলো। এসময় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি রয়েল কোচ নামক বাস তল্লাশী করা হয়। বাস তল্লাশীর সময় ২ যুবক বাস থেকে নেমে কৌশলে পালানোর চেষ্টা করলে আমরা তাদে আটক করি।পরবর্তিতে তাদের থেকে মোট ৩৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email