সোনারগাঁয়ে যৌথ অভিযানে গুড়িয়ে দিলেন দুটি চুন তৈরি কারখানা
লাইভ নারায়ণগঞ্জ: জেলা প্রশাসন ও তিতাসের যৌথ অভিযানে সোনারগায়ে অবৈধ গ্যাস সংযোগে অভিযোগে ২টি চুন তৈরি কারখানাকে গুড়িয়ে দেওয়া হযেছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামসিদ ইরাম খান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক শাকিল মন্ডল লাইভ নারায়ণগঞ্জকে বলেন, পিরোজপুরে আজ একটি অভিযান পরিচালনা করি আমরা ও জেল প্রশাসন মিলে। এই এলাকায় দুটি চুন তৈরীর কারখানা দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে কার্যক্রম চালিয়ে আসছিলো বলে তথ্য পেয়েছি। তথ্যর সত্যতা যাচাইয়ের পর আমরা অভিযানে গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়েছে এবং কারখানা দুটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান অব্যাহত থাকবে