রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
Led05সোনারগাঁ

সোনারগাঁয়ে যুবককে রগ কেটে হত্যা

লাইভ নারায়ণগঞ্জ:সোনারগাঁয়ে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে রগ কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার বিকেলে তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে আহত করা হয়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আব্দুল মোহাম্মদ বারী।

নিহত যুবকের নাম শাহজাহান। তিনি সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের আল ইসলামের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পুলিশের কাছে তাদের অপকর্মের স্বাক্ষী দেওয়ার কারনে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে রগ কেটে হত্যা করেছে। তার ছেলে শাহজাহানের আরিয়ান নামের এক শিশু সন্তান রয়েছে। দেড় বছর আগে আরিয়ানের মা মারা যায়। এখন তার বাবা হারা হলো।

এলাকাবাসীর অভিযোগ, নিহত শাহজাহান মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিল। সেই মাদকের টাকার লেনদেন নিয়ে তাদের মধ্যে দ্বন্ধ হয়। সেই টাকার জন্যই শাহজাহান খুন হয়।

সোনারগাঁও থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আব্দুল মোহাম্মদ বারী বলেন, পাওনা টাকা দেবে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাত করেছে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

RSS
Follow by Email