রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led05আদালতসোনারগাঁ

সোনারগাঁয়ে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার যাবজ্জীবন কারাদণ্ড

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতা মো. শাহ আলম সরদার (৪১)কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে আরও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন, শরীয়তপুরের ভেদরগঞ্জ এলাকার মো. সেলিম সরদারের ছেলে মো. শাহ আলম সরদার (৪১)। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কৃষ্ণপুরা এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক (ওসি) মো. আবদুর রশিদ বলেন, সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

RSS
Follow by Email