বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
Led03সোনারগাঁ

সোনারগাঁয়ে মেঘনা নদীতে মাছের অবৈধ ঘের উচ্ছেদ

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে নদীতে অভিযান শুরু হয়।

এসময় তিনটি ঝোপের বাঁশ ও জাল কেটে ফেলা হয়, যার আর্থিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। এছাড়াও দুটি ঝোপের বাঁশ কেটে ও কচুরিপানা সরিয়ে দেয়া হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে অবৈধ ভাবে মাছের ঘের দিয়ে মাছ নিধন করছে এমন অভিযোগ পেয়ে জেলেদের একাধিক বার সতর্ক করা হয়েছে। কিন্তু তারা নিজ দায়িত্বে তা সড়িয়ে নেয়নি। তাই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরোও জানান, জেলেদের এই অবৈধ ঘের সরিয়ে নিতে বৈদ্যের বাজার ও বারদী ইউনিয়নের জনপ্রতিনিধিদের জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ৭ দিনের মধ্যে নদীতে সকল অবৈধ ঝোপ বা কাঁটা ফিশারি সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছেন। ৭ দিনের মধ্যে অবৈধ ঝোপ সরিয়ে ফেলা না হলে পরবর্তীতে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল মোর্শেদ, সোনারগাঁ উপজেলা মৎস কর্মকর্তা কর্মকর্তা মাহমুদা আক্তার, বৈদ্যেরবাজার নৌ পুলিশ টিম উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email