বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
জেলাজুড়েসোনারগাঁ

সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার কেরেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ৩ টায় সোনারগাঁয়ের কলাগাছিয়া দরিগাও এলাকা থেকে এ লাশ উদ্বার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাড়িঁর ইনচার্জ হাবিবুল্লাহ লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আমরা দুপুর ১ টার পড়ে তথ্য পেয়ে লাশ উদ্ধার করেছি, নিহতের আনুমানিক বয়স ২৬-২৭ হবে। অজ্ঞাত এই লাশের পরিচয় জানতে পারিনি তবে সেটা জানার চেষ্টা করছি। লাশ উদ্বারের পর সেটা এখন মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন দেখতে পারিনি, তবে ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

RSS
Follow by Email