বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led04সোনারগাঁ

সোনারগাঁয়ে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টায় সেই সাদ্দাম আটক

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে যাত্রীবাহী মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টায় সাদ্দাম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাতে মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকা হতে এই ঘটনা ঘটে। আটক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ১৭ টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

আটক সাদ্দাম হোসেন সোনারগাঁ উপজেলার হাবিবপুর গ্রামের মো. মোজাম্মেল হোসেনের ছেলে। এর আগে, বুধবার এক মামলায় জামিনে বের হয় সাদ্দাম। শুক্রবার মোগড়াপাড়ায় পুলিশের কাছে আটক হন তিনি।

সোনারাগাঁ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) এমএ বারী লাইভ নারায়ণগঞ্জকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাদ্দাম হোসেনকে মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন মামলা আছে। এপর্যন্ত আমরা ১৭টি মামলায় আসামির তালিকায় তার নাম পেয়েছি। শনিবার তাকে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email