মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led04সোনারগাঁ

সোনারগাঁয়ে মহাসড়কে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু, পালিয়েছে ঘাতক গাড়ি

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর অংশে ওই দুর্ঘটনা ঘটে। শনিবার (২১ ডিসেম্বর) তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) কাজী ওয়াহিদ মোরশেদ।

নিহত নারীর নাম আঞ্জুমান (৫৮)। সে মাদারীপুর জেলার আব্দুস সালাম মিয়ার স্ত্রী। তিনি সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ইন্সপেক্টর কাজী ওয়াহিদ বলেন, অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় এই নারীর মৃত্যু হয়েছে। গাড়িটি ধাক্কায় দিয়েই দ্রুত চলে গেছে। তাই গাড়ি কিংবা চালককে আটক করা সম্ভব হয়নি। আমরা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। এই ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

RSS
Follow by Email