বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Led05সোনারগাঁ

সোনারগাঁয়ে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয়ের এক নারীর পাচে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) দুপুরে উপজেলার মল্লিকপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।

ওসি বলেন, মহাসড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। বর্তমানে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

তিনি আরও বলেন, লাশটি ১০-১২দিন পূর্বের বলে ধারণা করা হচ্ছে। কেউ মেরে ফেলে গেছে নাকি কোন গাড়ির সাথে ধাক্কা লেগে মারা গেছে; বিষয়টি এখন পরিস্কার বলা যাচ্ছে না। লাশ অনেকটাই পচে গেছে। নিহতের নাম ও পরিচয় পাওয়া যায়নি, জানার চেষ্টা চলছে।

RSS
Follow by Email