বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
অর্থনীতিজেলাজুড়েসোনারগাঁ

সোনারগাঁয়ে বৃক্ষরোপন করলো আল আরাফাহ ইসলামী ব্যাংক

লাইভ নারায়ণগঞ্জ: বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে আল আরাফাহ ইসলামী ব্যাংক সোনারগাঁ শাখা। বুধবার (২১ আগস্ট) দুপুরে আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে ওই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আল আরাফার সম্মানিত গ্রাহকদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ অঞ্চলের সম্মানিত জোনাল হেড মুহতারাম মনির আহমেদ ইভিপি।

অনুষ্ঠিত অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক মো. সাইফুদ্দিন সিকদার এভিপিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত গ্রাহক বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় গ্রাহকদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

RSS
Follow by Email