বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
সোনারগাঁ

সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক আহত, হাসপাতালে মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ:সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে জামপুর ইউনিয়নের পেচাইন গ্রামে বৈদ্যুতিক মোটরের সুইচ দেয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম কাউসার(৩০)। সে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের পেচাইন গ্রামেরে বাসিন্দা। তিনি একটি গার্মেন্টসে কাজ করতেন বলে জানিয়েনছে স্বজনরা।

নিহতের ভগ্নিপতি আলমগীর জানান, শুক্রবার বিকেলে কাউসার নিজেদের পাকা বাড়ির কাজ তদরকি করছিলেন। এসময় সিমেন্ট-বালু মেশানোর জন্য পানির প্রয়োজন হলে পানির মোটরের সুইচ দিতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর (পরিদর্শক) মো. ফারুক হোসেন জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো অবগত করা হয়েছে।

RSS
Follow by Email