সোনারগাঁয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক যাত্রীবাহি বাসের সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসে থাকা একজন নিহত ও ১০ জন যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঘটনার সত্যাতা নিশ্চিত করেছে কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ। এর আগে সোমবার সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মল্লিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যাত্রী হলেন, রূপগঞ্জ কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকার জুলহাস তালুকদারের ছেলে আক্তার হোসেন (৪১)।
আহত যাত্রী কামরুন নাহার গণমাধ্যমকে জানায়, ঢাকার সিদ্দিকবাজার থেকে গজারিয়া যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠি। পরে মহাসড়কের মল্লিকপাড়া আসার পর একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। এ সময় বাসটি রাস্তার ডিভাইডারের ধাক্কা লেগে বাস উল্টে যায়।
পুলিশ জানায়, মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় কুমিল্লাগামী যাত্রীবাহি জৈনপুর এক্সপ্রেস নামের একটি বাস অ্যাম্বুলেন্সেকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এ সময় বাসটি রাস্তার ডিভাইডারের ধাক্কা লেগে মহাসড়কে বাসটি উল্টে যায়। এতে বাসে থাকা এক ব্যাক্তি নিহত হন এবং নারী সহ ১০/১২ জন আহত হয়েছে