রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led05সোনারগাঁ

সোনারগাঁয়ে বাইকের তেলের টাংকি থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে মটোরসাইকেলের তেলের টাংকি থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-১১। এসময় পারভেজ রানা রাব্বি (৩৩) নামের এক যুবকে আটক করা হয়। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সোনারগাঁয়ের আষাড়িয়ার চর এলাকায় এক অভিযানে তাকে আটক করা হয়।

আটককৃত রাব্বি হলেন সদরের পাইকপাড়া শাহসুজা সড়ক (জয় গোবিন্দ স্কুলের পিছনে) এলাকার আশরাফ আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের সোমবার সোনারগাঁয়ের আষাড়িয়ার চর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ মাদকদ্রব্য ১১০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে হাতে নাতে আটক করা হয়েছে এবং পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রাব্বি জানিয়েছে যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত রানার দেওয়া তথ্য মতে একটি বিশেষ কৌশলে মোটরসাইকেলটির সীটের নীচে ও তেলে টাংকির ভিতরে করে ওই মাদকগুলো উদ্ধার করা হয়। সে এই ফেনসিডিল বিক্রয় করার উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

RSS
Follow by Email