শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
Led04আদালতজেলাজুড়েসোনারগাঁ

সোনারগাঁয়ে প্রায় ৩ কিলোমিটার গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগঁয়ে ১২০০ অবৈধ আবাসিক ও প্রায় তিন কিলোমিটার গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিও জব্দ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ।

তিনি জানান, সোনারগাঁ উপজেলার সাদিপুর, নয়াপুর সম্মেলন মাঠ সংলগ্ন এবং মিরেরটেক বাজারের চারটি স্পট সনাক্ত করে আনুমানিক ১২০০ আবাসিক চুলার অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৫০০ ফিট পাইপ জব্দ করা হয়।

অভিযানে তিতাস গ্যাসের সোনারগাঁ জোনাল অফিসের প্রকৌশলী রিয়াজুল ইসলাম, সহকারী প্রকৌশলী সোহেল, শাহিন, সোনারগাঁ থানা ও নারায়ণগঞ্জ পুলিশ লাইনের বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email