মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২৫
Led03সোনারগাঁ

সোনারগাঁয়ে পুলিশের পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৩

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে পুলিশের পৃথক অভিযানে ৩ কেজি গাজা ও ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ জনকে আটক করা হয়েছে। ররিবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী।

এর আগে শনিবার বিকেলে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এলাকায় ৩ কেজি গাঁজাসহ ইদ্রিস মিয়া ও শাকিল নামের ২ জনকে আটক করা হয়। একইদিন ওই এলাকায় রাত আড়াইটায় বাস তল্লাশী করে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শওকত আলী নামের একজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ফতুল্লার মধ্য লশিমপুর এলাকার নূরমোহামানের ছেলে শাকিল (২৮), মাদারীপুরের কালকিনী থানার ভালিয়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে ইদ্রিস মিয়া (৬৫) ও গাজীপুরের টঙ্গী মরকুন টেকপাড়া এলাকার মৃত মহরম আলীর ছেলে মোঃ শওকত আলী (৪৩)।

পুলিশ জানায়, আমাদের নিয়মিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছে। মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশের পুলিশ চেকপোষ্টে অবৈধ মানবদ্রব্য উদ্ধারের সঙ্গেহভাজন গাড়ী এবং যানবাহন তল্লাশী চলছিলো। তখন ২ জনের গতিবিধি সন্দেহ হলে তাদের আটক করি, পরবর্তিতে তোদের থেকে আমরা ৩ কেজি গাজা উদ্ধার করি। একই দিন রাতে কুমিল্লা থেকে ঢাকা গামী ‘এশিয়া লাইন’ পরিবহনের একটি বাসে তল্লাশী করি। তখন পুলিশের থেকে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করি। আটকৃতর থেকে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। আজ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email