শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led03সোনারগাঁ

সোনারগাঁয়ে পুলিশের অভিযান, গাঁজাসহ যুবক আটক

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে পুলিশের এক অভিযান গাঁজাসহ রাব্বি (২৪) নামের এক যুবক আটক করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ বারী। এর আগে বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলার আষারিয়ারচর মেঘনা টোল প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক হলেন, বরিশাল বাকেরগঞ্জের নালীরহাট এলাকার ফারুক হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার।

পুলিশ জানায়, ‘মেঘনা টোল প্লাজার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন তল্লাসী চলছিলো। তল্লাশী করা কালে তার থেকে এই মাদক উদ্ধার করা হয়। আসামীর পরিহিত জ্যাকেটের নিচে পেটের উপরে স্কচটেপ দ্বারা তৈরী বেল্ট বানিয়ে সেখানে গাঁজা লুকিয়ে নিয়ে যাচ্ছিলো।

RSS
Follow by Email