সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
Led04সোনারগাঁ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জয়নাল (৪০) নামের এক ভ্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী। এর আগে রবিবার বিকেল ৪ টায় উপজেলার আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকায় এক অভিযানে তাকে আটক করা হয়।

আটককৃত জয়নাল আবেদীন হলেন, লক্ষীপুরের রায়পুর থানার চর মহনা ইউনিয়নের মধ্য রায়পুর এলাকার মোঃ নূরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পুলিশ চেকপোষ্টে আমাদের নিয়মিত মাদকদ্রব্য উদ্ধারের জন্য গাড়ী-যানবাহন তল্লাসী চলছিলো। এসময় তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে আটক করি। তল্লাশীতে ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে ও জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে এই ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলো।

RSS
Follow by Email