সোনারগাঁয়ে পুকুরে ফুটবল তুলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর
লাইভ নারায়ণগঞ্জ: ফুটবল খেলার সময় পুকুরে পড়ে যাওয়া বল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) বেলা দেড়টায় সোনারগাঁ উপজেলার কাঁচপুরের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বেহাকৈর নয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুরা হলো- পূর্ব বেহাকৈর নয়াপাড়া এলাকার বাদশা মিয়ার আট বছর বয়সী ছেলে হাবিবুর এবং একই এলাকার হানিফোর ছয় বছর বয়সী ছেলে জুনায়েদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হাবিবুর ও জুনায়েদ তাদের বন্ধুদের সাথে ফুটবল খেলছিল। খেলা চলাকালীন তাদের ফুটবলটি পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। সেই বলটি পানি থেকে তোলার জন্য হাবিবুর ও জুনায়েদ পুকুরে নামে। কিন্তু দুর্ভাগ্যবশত, তারা দুজনেই সাঁতার না জানার কারণে অথবা কোনোভাবে তলিয়ে গিয়ে পানিতে ডুবে যায়।
একটি মহিলা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে দুই শিশুর পরিবারকে খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শিশুদের উদ্ধারের চেষ্টা চালায়। তাদের উদ্ধার করে দ্রুত কাঁচপুরের মর্ডান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, মর্ডান হাসপাতালে শিশুদের অবস্থা দেখে কর্তৃপক্ষ তাদের ভর্তি না নিয়ে অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। এরপর শিশুদের মদনপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, তাদের কাছে এ বিষয়ে কোনো খবর দেওয়া হয়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঘটনাস্থলে কোনো উদ্ধার অভিযানে যাওয়া হয়নি।
ঘটনাটি সম্পর্কে সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ মফিজুর রহমান এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।