শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
Led03সোনারগাঁ

সোনারগাঁয়ে নিজের গাঁয়ে আগুন দেওয়া সেই যুবকের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে পারিবারিক কলহের জের ধরে নিজের শরীলে আগুন দেয় মো. আশিকুর রহমান (৩০) নামের এক যুবক। দগ্ধ হওয়ার ৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

নিহত যুবক হলেন উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মোশাররফ হোসেনের ছেলে আশিকুর রহমান। তবে তিনি শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে গণমাধ্যমে জানায় স্থানীরা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. আশিকুর রহমান গত সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে পারিবারিক কলহের জেরে তার নিজের বসতঘরে দরজা বন্ধ করে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্বজনরা দরজা ভেঙে তাকে মারাত্মক গন্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। পরে গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার অফিসার ইনচাজ (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আশিকুর রহমান নামের এক যুবক নিজ শরীরে আগুন দিয়ে মারা গেছে। নিজের মধ্যে ক্ষোভ ছিলো হয়তো। যতটুকু যানতে পেরেছি পারিবারিক কলহের জের ধরেই এই কাজ করেছে সে। লাশ এখন ঢাকায়ই আছে ময়না তন্দন্তের জন্য। সে কোন রাজনীতিতে ছিলো কিনা সেটা যানা নেই, তদন্ত ছাড়া বলা যাবে না।

RSS
Follow by Email