শনিবার, মার্চ ১, ২০২৫
Led04রাজনীতি

সোনারগাঁয়ে দিতির কন্যার উপর হামলা: বিএনপি নেতাকে কারন দর্শানোর নোটিশ

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে চিত্রনাইকা দিতির মেয়ের উপর হামলার ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা মোশারফকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

২৩ ফেব্রুয়ারি জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সিনিয়র যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু ও যুগ্ম-আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব স্বাক্ষরিত এ নোটিশে কারণ দর্শানোর জন্য বলা হয়। নোটিশে উল্লেখ করা হয়, ‘২২ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্র নায়িকা দিতির কন্যা লামিয়া এবং সাংবাদিক মোস্তফা ফিরোজের প্রতিবেদনের প্রেক্ষিতে মোশারফ হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সে সম্পর্কে তাকে ব্যাখ্যা দিতে হবে। তিন দিনের মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে।’

অভিযুক্ত সেই বিএনপি নেতা হলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। নোটিশের প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেন, ‘জেলা কমিটি আমাকে ঘটনাটি জানার জন্য প্রশ্ন করেছে, আমি সংবাদ সম্মেলন করে তাদের সব তথ্য জানিয়েছি।’

এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, ‘কারন দর্শানোর নোটিশের জবাব আমরা পেয়ে সাক্ষাৎকার নিচ্ছি। তদন্ত শেষে প্রতিবেদনের কপি কয়েক দিনের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হবে।’

প্রসঙ্গত, এবছরের ২২ ফেব্রুয়ারী সোনারগাঁয়ের দিয়াপাড়া এলাকায় চিত্র নায়িকা দিতির বাড়ির জমি সংক্রান্ত বিরোধে তার মেয়ের উপর হামলার অভিযোগ উঠে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করা হয় ‘প্রায় শতাধিক লোক নিয়ে মোশারফ হোসেন বিচার শালিসির নামে লামিয়ার উপর হামলা চালায় ও তাকে শারীরিকভাবে আহত করে।’ এদিকে বিভিন্ন গণমাধ্যমে পাল্টা হামলার অভিযোগ তোলেন লামিয়ার সম্পর্কে মামী প্র্রীতি। অভিযোগে তিনি উল্লেখ করেন ‘জমি দখল করতে লামিয়া লোক নিয়ে আমাদের উপর হামলা করে।’

RSS
Follow by Email