বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Uncategorizedজেলাজুড়েসোনারগাঁ

সোনারগাঁয়ে দলরদীতে কেন্দ্রের ভেতরে দলীয় সর্মথকদের আনাগোনা!

লাইভ নারায়ণগঞ্জ: আইনশ্যৃঙ্খলা বাহিনীর সামনেই সরকার দলীয় সর্মথকরা কেন্দ্রে প্রবেশ করেছে। গেইট থেকে ভোটারদের ঠিকানা জেনে নিয়ে নিজেই পৌঁছে দিচ্ছেন ভোট কক্ষে। তবে ক্যমেরার সামনে কথা বলতে অনিহা প্রকাশ করেছেন তারা। পরিচয় জানতে চাইলে গলায় ঝুলানো নৌকার প্রার্থী সর্মথকের কার্ড সরিয়ে ফেলে নিজেদের ভোটার বলে দাবি করেন।

 

রবিবার (৭ ডিসেম্বর) সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের দলরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় এমনই দৃশ্য। নির্বাচনী কেন্দ্রের নিয়ম মানার বালাই নেই এখানে। নৌকা প্রার্থীর সর্মথকরা কোন ধরনের বাধা-নিষেধ ছাড়াই ঢুকে পড়ছে কেন্দ্রে। ভোটকক্ষে প্রবেশের অভিযোগ পাওয়া গেলেও গণমাধ্যমকর্মীরা কেন্দ্র পরিদর্শনে আসলে কর্মী-সর্মথকরা সরে পড়েন।

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার মো. মোতালিব বলেন, নির্বাচন সুষ্ঠু ভাবেই হয়েছে। আমার কেন্দ্র নম্বর ৭৯ এবং এই কেন্দ্রে কোন প্রকার অভিযোগ আমরা পাইনি। সকাল দশটা পর্যন্ত আমরা শতকরা ১২.৫৬% ভোট গনণা করেছি। সবাই সুষ্ঠু ভাবে ভোট দিতে পেরেছে।

RSS
Follow by Email