রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led02জেলাজুড়েসোনারগাঁ

সোনারগাঁয়ে তাঁত শ্রমিক হত্যাকান্ডে ২ ভাই গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের তাঁত শ্রমিক মিরাজ হত্যাকান্ডের সাথে জড়িত ২ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার (২২ মে) সোনারগাঁ থানায় অভিযান চালিয়ে মো. লোকমান (৪৫) ও মো. লিটন (২৪) নামে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র‌্যাব। গ্রেপ্তার মো. লোকমান ও মো. লিটন সোনারগাঁ থানার বরগাঁও এর আব্দুর রহমানের দুই ছেলে।

র‌্যাব-১১‘র মিডিয়া কর্মকর্তা এএসপি মো. হাম্মাদ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র‌্যাব মামলার সূত্রে জানতে পারে, ভিকটিম মিরাজ (১৬) সোনারগাঁ থানাধীন বরগাঁও এলাকার আসামি লোকমান হোসেনের বাড়িতে থেকে তাঁতের শাড়ি বানানোর কাজ করতো। সেখানে ভিকটিম মিরাজ সাথে আরো ৭ থেকে ৮ জন লোক একসাথে লোকামান হোসেনর বাড়িতে থেকে শাড়ি বানানোর কাজ করতো। চলতি বছরের ১৫ মে ভিকটিম মিরাজ রাতের খাবার খাওয়া শেষে ঘুমানোর জন্য তার রুমের উদ্দেশ্যে যায়, এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু বিষয়টি তাঁতের মালিক লোকমান হোসেন ভিকটিম মিরাজের পরিবারের কাউকে জানায় নাই। পরবর্তীতে ১৭ মে আনুমানিক ৭টা ২৫ মিনিটে তাঁতের মালিক লোকমান হোসেন ভিকটিমের বাবাকে মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে, তার ছেলের লাশ বরগাঁও সাকিনস্থ জনৈক করিমের বাড়ির পাশে ডোবার পানির মধ্যে পাওয়া গেছে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে ভিকটিমের লাশ উদ্ধার করে লাশের ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নারায়ণগঞ্জের মর্গে প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে ভিকটিমের বাবা মো. মাঈন উদ্দিন (৩৫) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে র‌্যাব অভিযান চালিয়ে ওই আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

RSS
Follow by Email