সোমবার, এপ্রিল ২১, ২০২৫
Led02Led03সোনারগাঁ

সোনারগাঁয়ে ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া সেই শিশু পেল মায়ের কোল

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া সেই শিশু নায়লা স্থান পেয়েছে এখন এক মায়ের কোলে। রবিবার (২০ এপ্রিল) বাংলাদেশ নবজাতক হাসপাতালে দত্তক হস্তান্তরের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মায়ের কোল পায় নায়লা। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ নবজাতক হাসপাতালের এডমিন অফিসার বোরহান উদ্দিন।

লাইভ নারায়ণগঞ্জকে তিনি বলেন, উদ্ধার হওয়ার পর প্রায় তিন মাস নবজাতক হাসপাতালে চিকিৎসা শেষে শিশুটিকে এক নিঃসন্তান ব্যবসায়ী দম্পতির কাছে দত্তক দেওয়া হয়েছে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মজিবুর রহমান মুজিব, নবজাতক হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা এবং সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাসহ অন্যান্যরা।

সোনারগাঁ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন গণমাধ্যমে জানায়, চলতি বছরের ২৯ জানুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর চৌরাস্তার একটি ডাস্টবিন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা নবজাতকটির সুচিকিৎসার দায়িত্ব নেন। ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সেখানে সার্বিক সেবা-সুশ্রষায় নবজাতকটি সুস্থ হয়ে ওঠে। নবজাতকরা নিষ্পাপ। এভাবে তাদের পরিত্যাগ করা অত্যন্ত দুঃখজনক। যদি কোনো মা সন্তানের দেখভালে অক্ষম হন, তবে তিনি চাইলে ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পরিচয় গোপন রেখে আমরা শিশুটিকে গ্রহণ করব। এছাড়া কেউ কোথাও পরিত্যক্ত নবজাতক দেখতে পেলে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের হটলাইন ০১৮১৭৭৭৭৭২২ নম্বরে যোগাযোগ করবেন।

RSS
Follow by Email