বুধবার, আগস্ট ১৩, ২০২৫
Led04সোনারগাঁ

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক ৩

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁও থেকে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩জনকে আটক করেছে র‌্যাব-১১। বুধবার (২৬ ফেব্রুয়ারি) র‌্যাব ১১ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সোনারগাঁয়ের মঙ্গলেরগাঁও কুরবানপুর এলাকার মৃত সাফায়েত উল্লাহের ছেলে (ডাকাত দলের সর্দার অভিযুক্ত) রাসেল
আহমেদ (৩৫), মৃত সিদ্দিক মোল্লার ছেলে মোঃ হাসান (৩০) ও আঃ রাজ্জাকের ছেলে রাশেদ (২৯)।

র‌্যাব জানায়, ‘২৫ ফেব্রুয়ারি দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সর্দারসহ ৩ জনকে হাতেনাতে আটক ও দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।’

প্রাথমিক অনুসন্ধানের বরাতে তারা আরও জানায়, ‘আটককৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের সর্দার মোঃ রাসেল আহমেদ (৩৫)। তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বসতবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, মহাসড়কে চলাচলরত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনে চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই করে আসছিল। তারা দীর্ঘদিন যাবৎ ডাকাতির পাশাপাশি সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের ডাকাতি, চুরি, ছিনতাই, চাঁদাবাজীর মত সন্ত্রাসী কর্মকান্ডে এলাকাবাসী জিম্মি হয়ে পড়েছিল। এলাকাবাসী তাদের অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও অন্যান্য আলামত গ্রেফতারকৃত আসামীরা তাদের ডাকাতি’সহ নানা অপরাধমূলক কার্যক্রমে ব্যবহার করতো বলে তারা জানায়। আটককৃতদের সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email