বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led02জেলাজুড়েসোনারগাঁ

সোনারগাঁয়ে ট্রাকের চাপায় পথচারী নিহত

লাইভ নারায়ণগঞ্জঃ সোনারগাঁয়ে ট্রাকের চাপায় ইমরান (২৬) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক ও ঘাতক চালককে আটক করেছে পুলিশ। রোববার (৩ মার্চ) সকালে এশিয়ান হাইওয়ের সাদিপুরের বরইবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান উপজেলার সাদিপুরের কোনাবাড়ি এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, সকালে ইমরান নামে ওই ব্যক্তি এশিয়ান হাইওয়ের সাদিপুর বরইবাড়ি এলাকায় সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এসময় একটি দ্রুতগতির ট্রাকের চাপায় তার মৃত্যু হয়। পরে এলাকাবাসীর সহযোগিতা ঘাতক চালক ও ট্রাকটি আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

RSS
Follow by Email