সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
লাইভ নারায়ণগঞ্জ: সোনাগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সৎ ভাই ও ভাতিজার হামলায় নাসির উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে, ৫ জুলাই সোনাগাঁয়ের সনমান্দি বাজার এলাকায় নাসির উদ্দিন ও জয়নাল উদ্দিনের (৪৮) উপর হামলা চালায় সৎ ভাই আব্দুর রব ও তার দুই ছেলে হাসান ও কাশেম। এঘটনায় ৯ জুলাই সোনারগাঁ থানায় ৪ জনের নাম উল্লেখ করে অভিযোগ করেন জয়নালের স্ত্রী জায়েদা খাতুন।
অভিযোগ সূত্রে জানা যায়, ৫ জুলাই দুপুর ৩ টার দিকে সনমান্দিতে জয়নাল উদ্দিনের ও নাসির উদ্দিনের উপর হামলা চালায় আব্দুর রব, হাসান, কাশেম, আলমগিরসহ আরও অজ্ঞাত ৪-৫ জন্। এসময় বাধা দেওয়ায় হামলার শিকার হন আবেদা (৫২), আওলাদ (২৫)। পরে আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে জয়নাল ও নাসিরকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।
এঘটনায় মামলা রজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাসিব শিকদার লাইভ নারায়ণগঞ্জকে জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৫ জুলাই জয়নাল ও নাসিরের উপর হামলা চালায় তাদের সৎভাই আব্দুর রব, তার ছেলেরাসহ আরও কয়েকজন। এ ঘটনায় গতকাল (৯ জুলাই) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসির। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, জয়নাল চিকিৎসা নিয়ে বাসায় গিয়েছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।