মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
Led04সোনারগাঁ

সোনারগাঁয়ে ছুরিকাঘাতে বাবাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে আটক

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে ছুরিকাঘাতে বাবাকে হত্যা করার ঘটনায় অভিযুক্ত ছেলে রিপাতকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করুন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী। এদিকে রবিবার সন্ধ্যায় রূপগঞ্জে গোলাকান্দাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রোববার সন্ধায় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে আসামী রিফাত কে গ্রেফতার করা হয়। এঘটনায় নিহত শফিকুল ইসলামের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে তার ছেলে রিফাত কে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে সোমবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানায়, রবিবার বেলা ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নিহত শফিকুল ইসলাম (৪৫) এর কাছে ছেলে রিফাত ২ হাজার টাকা চায়। টাকা না দেওয়ায় কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে ছুড়িকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই শফিকুল ইসলামের মৃত্যু হয়।

RSS
Follow by Email