শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
Led04সোনারগাঁ

সোনারগাঁয়ে ছাত্র আন্দোলনে হত্যা মামলা তিনজনসহ গ্রেপ্তার ৪

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে জামপুর ও পিরোজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৩জন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় আসামি।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল শ্রমিকলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন, জামপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম ভূইয়া ও একই এলাকার মৎসলীগের সভাপতি মো. মিছির আলী। এছারাও অন্য মামলায় আরেকজন গ্রেফতার রয়েছেন।

সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এমএ বারী জানান, রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার তিন আসামি ও অন্য মামলায় আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email