শুক্রবার, মে ৯, ২০২৫
Led04সোনারগাঁ

সোনারগাঁয়ে চাঁদার দাবিতে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাড়ি-ঘরে ভাঙচুর ও বিভিন্ন মূল্যবান জিনিস লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে এ ঘটনায় রেশমা বেগম নামে এক নারী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর হোগলা এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবী করেন ওই নারী।

অভিযোগকারী রেশমা বেগম হলেন একই এলাকার মৃত মোঃ নাছির উদ্দিনের স্ত্রী।

অভিযোগে উল্লেখ করা হয়, ‘পূর্ব শত্রুতার জের হিসাবে আসামীরা আমার ও আমার ছেলে রাসেলের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়াতে বিগত ৭ মে বুধবার রাত অনুমান ৮টায় আমাদের বাড়ীর গেইটের তালা ভেঙে দারোয়ান আঃ রহমানকে মারধর করে তারা। এসময় তারা ঘরে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট করে। আসামীরা ঘরে থাকা ৬টি এসি, ২টি ফ্রিজ, আলমারীতে রক্ষিত নগদ ৫ লাখ টাকা ও প্রায় ৪৫ ভরি স্বর্ণালংলকার নিয়া যায়। আসামীদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজীসহ নানান মামলা রয়েছে। তাদের দাবীকৃত চাঁদার টাকা না দিলে আমাকে বা আমার ছেলেকে যেখানে পাবে সেখানেই জীবনে শেষ করিয়া ফেলার হুমকি দিচ্ছে।’

এ অভিযোগে অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত আব্দুল হকের ছেলে আব্দুল মোতালেব মেম্বার (৬৫), আব্দুল মোতালেব মেম্বারের ছেলে লামালাও (৩৫), পিতা-মৃত শাহজালালের ছেলে ফারুক (৩০), রহমত গাজীর ছেলে বাবু গাজী (৩০), জালালের ছেলে শহীদ (৩২), মৃত শাহ জালালের ছেলে মাসুদ (২৫) ও তার আরেক ভাই রহমত উল্লাহ (৩৫), নুর উদ্দিনের ছেলে শামীম (৩৫), জাকিরের ছেলে জাহিদ (২০), হোসেন আলীর ছেলে জসিম (৩৫), নুরুল হকের ছেলে পলাশ (২৮), আমান মুন্সীর ছেলে রিমন (২৮), মৃত সাত্তার মুন্সীর ছেলে আসাদুল্লাহ (৩০), নুরুলের ছেলে নাহিদ (৩২), মোস্তফার ছেলে সাব্বির (২০), বাদশার ছেলে রাকিব (২২), আহাম্মদের ছেলে হিমেল (৩৪), কবির গাজীর ছেলে সাগর গাজী (২২),হাকিম আলীর ছেলে হৃদয় মিয়া (২০), মোক্তার মাদবরের ছেলে আল মিরাজ (২১), হাকিম আলীর ছেলে নাহিদ (২১), মোক্তার মাতবরের ছেলে আল মামুন (১৯), নুরু মিয়ার ছেলে রোমান (২২), সিরাজুন মিয়ার ছেলে মোঃ বায়েজিদ (২২), মোক্তার হোসেনের ছেলে উমায়ের হাসান (২১), মৃত আঃ সাত্তার গাজীর ছেলে আসাদুল্লাহ গাজী, হাবিবুল্লাহর ছেলে আলামিন (২৫), ছগিরের ছেলে খোকন (৩২), নুর ইসলামের ছেলে মহিম, আসলাম ফকিরের ছেলে খলিলসহ অজ্ঞাতনামা ২০/২৫ জন।

এ বিসয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান গণমাধ্যমে জানান, ‘ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

RSS
Follow by Email