রবিবার, মে ২৫, ২০২৫
Led02রাজনীতি

সোনারগাঁয়ে গিয়াসউদ্দিন ‘না.গঞ্জের ৫টি আসন ফিরে পেতে চাই’

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘আপনারা জানেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এখনো আমাদের সংগ্রাম করতে হচ্ছে। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৫ই আগষ্টের পর থেকে এখানো সমগ্র দেশবাসীর স্বপ্ন পূরনের জন্য কাজ করে যাচ্ছেন। তাই এই সময় আপনাদের সাথে কাঁধে কাধ মিলিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা আমার দায়িত্ব এবং কর্তব্য। আমি মনে করি জনগনের আস্থা জনগনের বিশ্বাস জনগনের ভালোবাসা অর্জন করা আমাদের সবচেয়ে বেশি জরুরী।’

শনিবার (২৪ মে) বিকেলে সোনারগাঁয়ের পানাম নগরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে েএ কথা বলেন মুহাম্মদ গিয়াসউদ্দিন।

তিনি আরও বলেন, ৫ তারিখের পর আমাদের মধ্যে কিছু লোভী নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত হয়েছে। চাঁদাবাজি দখলবাজির মধ্যে জড়িত হয়েছে। তাদের কারনে বিএনপির সুখ্যাতি নষ্ট হচ্ছে এবং জনগন আমাদের সম্পর্কে বিরুপ ধারনা পোষন করছে। এই সময় আমাদের নেতা তারেক রহমান সাহেব বারংবার সতর্কবাণী উচ্চারন করছেন এমন কোন কাজ যেনে আমার দলের নেতাকর্মীরা না করে যার কারনে বিএনপির সুনাম নষ্ট হয়। তাই এই সময় আমাদের কাজ হবে জনগনের আস্থা বিশ^াস ভালোবাসা আমাদের দলের জন্য আরো কিভাবে সুসংগঠিত করতে পারি। আর সেজন্য আপনাদের সাথে থেকে কর্মী হিসেবে পাশে থেকে কাজ করতে আমি প্রস্তুত আছি। যখন যেখানে যে প্রয়োজনে আমাকে ডাকবেন ইনশাআল্লাহ আমাকে পাশে পাবেন।

গিয়াসউদ্দিন বলেন, আপনারা জানেন আমি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, আমি সাবেক জাতীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপিরও আমি একজন সদস্য। সে কারনেই আমার রাজনীতি করার ক্ষেত্র সারা বাংলাদেশ। যখনই আমি আমার প্রিয় সহকর্মীদের সাথে নিয়ে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় গণসংযোগ করি ওই সময় এ অঞ্চলের অনেকের সাথেই আমার বন্ধুত্বের সেতুবন্ধন রচনা হয়। এই দীর্ঘদিন আমরা সেই বন্ধুত্বের সেতুবন্ধন ভাতৃত্বের সেতুবন্ধন নিয়েই কাজ করে আসছি। প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ আলাপ আলোচনা হয়।

সাবেক এই এমপি আরও বলেন, নারায়ণগঞ্জ আমার নিজের জেলা। আপনারা আমরা একই জেলার অধিবাসী। আমরা সবাই একই পরিবারের লোক। আর সেই পরিবারটা হলো বিএনপি। কাজেই আমরা একজনের সাথে আরেকজন সাংগঠনিক কাজ করবো, মানুষের কল্যানে কাজ করবো সেক্ষেত্রে তো কোন বাধা নেই। আজকে এখানে আসার পরে আপনাদের বক্তব্যে আমার প্রতি যে সহানুভূতি, আমার প্রতি যে ভালোবাসা, আমার প্রতি যে আস্থার কথা বলেছেন আমি আজকে আবার বলতে চাই আমি আরো বেশি কৃতজ্ঞ হয়ে গেলাম আপনাদের কাছে। কারন আমার নির্ধারিত একটি নির্বাচিত এলাকা থাকার পরেও এখনো আপনারা চান আমি যেন নির্বাচনী এলাকা ৩ এই সোনারগাঁ থেকে নির্বাচন করি। এইযে আপনাদের আন্তরিকতা এই আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ২০০১ সালে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করি। ওই নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনেই আমরা যারা বিএনপির প্রার্থী ছিলাম সকলে নির্বাচিত হই। এখন আমার আপনার সকলের দায়িত্ব, কর্তব্য এবং কাজ হবে নারায়ণগঞ্জের ৫টি আসন যাতে অগামীতে আবার আমরা ফিরে পাই। আমাদের দলের প্রার্থী যাতে বিজয় লাভ করতে পারে সেজন্য আমাদের কাজ করতে হবে। আমাদের কর্মক্ষেত্র পুরো জেলাতেই থাকবে। ৫টি আসনেই আমরা কাজ করবো।

তিনি আরো বলেন, আপনারা দাবী করেছেন আমি যেন নারায়ণগঞ্জ ৩ আসন থেকে প্রার্থী হই। এটা আপনারা চাইতেই পারেন সে অধিকার আপনাদের রয়েছে। কিন্তু দিবেন তো আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। আর এটা ফয়সালা করবেন আল্লাহ। নেতৃত্ব দেওয়া এবং নেওয়ার মালিক মহান আল্লাহ। ব্যাক্তিসার্থে নয় সোনারগাঁয়ে যেন সাংগঠনিকভাবে একটি শক্তিশালী বিএনপি গড়ে উঠে এবং জনগনের আস্থা যে বিএনপির প্রতি ব্যাপকভাবে বৃদ্ধি পায় সেজন্য আপনাদের সাথে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

RSS
Follow by Email