সোনারগাঁয়ে কাশবনের ঝোপ থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে নিখোঁজের ৬ দিন পর কাশবনের ভেতর থেকে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) সকালে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকায় মেঘনা গ্রুপের বালুর মাঠে আম বাগানের পাশে পড়ে থাকা লাশ উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধের নাম সিরাজুল ইসলাম (৭০)। সে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার ভোরে গরুর ঘাস কাটতে গিয়ে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত সিরাজুল ইসলাম উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
সিরাজুল ইসলামের বড় ছেলে শামীম রেজা বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভোগছিলেন। ঔষধ ছাড়া তিনি একদিনও চলতে পারেননা। গত ৬ এপ্রিল রবিবার সকাল ১১ টায় আমার বাবা বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি। আত্নীয়-স্বজনসহ বিভিন্ন যায়গায় খোঁজ খবর নেওয়ার পর কোন সন্ধ্যান না পেয়ে ৮ এপ্রিল মঙ্গলবার থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেছি।
সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যেহেতু বিষয়টি নিয়ে আগেই নিহতের ছেলে থানায় জিডি করেছেন সেহেতু স্বাভাবিক মৃত্যু হলেও ময়না তদন্ত ছাড়া লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব নয়। ময়না তদন্তের পর বিস্তারিত জানতে পারবো।