বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
Led05সোনারগাঁ

সোনারগাঁয়ে ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে ছিনতাই, চাঁদা দাবী, চুরি ও মাদকসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রাসেল সরকার ওরফে রাসেলকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত রাসেল সোনারগাঁয়ের ললাটি গ্রামের গোলাম মোস্তফা সরকার ওরফে মোস্তফা সরকারের ছেলে। সোনারগাঁ ও বন্দর থানায় ছিনতাই, চাঁদা দাবী, চুরি ও মাদকসহ ৭টি মামলার আসামি সে।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি লাইভ নারায়ণগঞ্জকে জানান, রাসেল সরকারকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে তালতলা ফাড়ির পুলিশ। বুধবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email