শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
Led01Led04আদালত

সোনারগাঁয়ে এনজিও কর্মকর্তাকে গলা কেটে হত্যা: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে এনজিও কর্মকর্তাকে গলা কেটে হত্যার ঘটনায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। এই মামলায় অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. হান্নান (৩২)। সে সোনারগাঁ বারদী এলাকার শামসুদ্দিনের ছেলে। সেই সঙ্গে ভিকটিম মো. সাজেদুর রহমান ব্যুরো বাংলাদেশ এনজিওর সোনারগাঁয়ের বারদী শাখার প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন। তথ্যটি নিশ্চিত করেছেন আদালত পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান।

তিনি বলেন, ২০২০ সালের ৭ সেপ্টেম্বর সোনারগাঁ থানার দায়ের করা একটি হত্যা মামলা একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে আরও দুইজনকে খালাস দেওয়া হয়েছে।

RSS
Follow by Email