বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
শিক্ষাসোনারগাঁ

সোনারগাঁয়ে এইচএসসিতে পাসের হার ৩৫.০৪ শতাংশ, জিপিএ-৫ ২০ জন

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলায় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল অত্যন্ত হতাশাজনক। এইচএসসি (সাধারণ) ধারায় এই উপজেলায় পাসের হার নেমে এসেছে মাত্র ৩৫.০৪ শতাংশে। মোট ২,৪৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৮৬৫ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আছিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফলাফলের এই পরিসংখ্যান নিশ্চিত করা হয়েছে।

যদিও এই ধারা থেকে জিপিএ-৫ পেয়েছে ২০ জন শিক্ষার্থী, কিন্তু সার্বিক পাসের হার এত কম হওয়ায় স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, আলিম পরীক্ষায় সোনারগাঁয়ে পাসের হার ছিল ৫৯.৩৪ শতাংশ এবং ভোকেশনাল ধারায় এটি ৯৬.৫৫ শতাংশের মতো ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে।

RSS
Follow by Email