শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
Led01রাজনীতিসোনারগাঁ

সোনারগাঁয়ে উপদেষ্টা শারমীন এস মুরশীদ ‘সহিংসতা হলে নির্বাচন ভঙ্গুর হবে’

লাইভ নারায়ণগঞ্জ: সমাজকল্যাণ এবং শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশীদ বলেছেন, নির্বাচন যথাসময়েই হবে। তবে এই প্রক্রিয়াকে সফল করতে হলে সহিংসতা পরিহার করা জরুরি, কারণ অতিরিক্ত সহিংসতা নির্বাচনকে ভঙ্গুর করে দিতে পারে। তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা থাকলে নির্বাচন সহজ হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মোট ১৯৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

উপদেষ্টা শারমীন এস মুরশীদ তার বক্তব্যে বলেন, ড. ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকার দেশ গঠনে কাজ করছে। দীর্ঘ ১৬ বছরের অনিয়ম ও দুর্নীতি এক বছরেই নির্মূল করা সম্ভব নয়। তিনি আরও বলেন, একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বিশেষভাবে শিশু ও মহিলাদের নিরাপত্তায় কাজ করছে। অভিভাবকদের পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকেও শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।

তিনি শিশু পাচারকে মানবতাবিরোধী অপরাধ আখ্যা দিয়ে বলেন, “যে ব্যবসা মানুষকে রক্ষা করতে পারে না, তাকে ব্যবসা বলা যায় না।” তিনি নারী ও শিশু নির্যাতন বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং প্রয়োজনে অভিযোগ জানাতে ১০৯ নম্বরে কল করার পরামর্শ দেন।

শারমীন এস মুরশীদ শিক্ষার্থীদের মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিটি স্কুলে অভিযোগ বাক্স রাখা উচিত, যাতে অভিভাবকরা তাদের অভিযোগ জানাতে পারেন। তিনি আরও বলেন, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “শিশু-কিশোরদের প্রতিবাদ থেকেই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। তাঁদের আত্মত্যাগ যেন বৃথা না যায়।”

অনুষ্ঠানটি বাংলাদেশের কমার্স ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মহসিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস, দবির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাশেদুল হাসান খান ও সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আক্তার হোসেন।

RSS
Follow by Email