সোনারগাঁয়ে আ.লীগ নেতা গাজী আমজাদ হোসেন আটক
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন (৬০)কে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পৌরসভার উদ্ভবগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত গাজী আমজাদ হোসেন একই এলাকার শ্রীরামপুর গ্রামের গাজী ছলিমউদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ডিউটি অফিসার বলেন, আজ তাকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার উদ্ভবগঞ্জ এলাকা থেকে আটক করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আসামী তিনি। সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।