সোনারগাঁয়ে আট কেজি গাঁজাসহ ২ নারী আটক
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয় পুলিশের এক অভিযানে ৮ কেজি গাঁজাসহ ২ নারীকে আটক করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী। এর আগে শুক্রবার বিকেল ৪ টায় সোনারগাঁয়ের আযারিয়ারচর মেঘনা টোল প্লাজার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লার দেবীদ্বার থানার রাজা মিয়া মাহার বাড়ী এলাকার মৃত মনির হোসেন ওরফে মবিনের মেয়ে ও রিপন হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন সুইটি (২০), একই জেলার কোতয়ালী থানার গোলাবাড়ী (মন্নানের বাড়ী) এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে ও মৃত আলী নেওয়াজের স্ত্রী দুলু বেগম (৬০)।
পুলিশ জানায়, ‘মেঘনা টোল প্লাজার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রী ছাউনির সামনে গাড়ী ও যানবাহন তল্লাসী চলছিলো। এসময় চট্টগ্রাম থেকে ঢাকা গামী সাউদিয়া পরিবহন নামের একটি বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে ওই দুই নারী। তবে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আমরা আসামীদেরকে আটক করি। পরে সংগীয় নারী পুলিশ তাদের তল্লাশী করে ৪ কেজি করে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করে যার মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা।
প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদ করার সময় আটককৃতরা জানিয়েছে তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী এলাকা হইতে মাদকদ্রব্য গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে।’